দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়

author-image
Harmeet
New Update
দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়

হরি ঘোষ,রানীগঞ্জঃ রানীগঞ্জ পাঞ্জাবীমোড় এলাকার দু নম্বর জাতীয় সড়কের ধারে বাঁশড়া মোড়ের কাছে একটি টায়ার-এর দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন সশস্ত্র দুষ্কৃতী বিকেল সাড়ে পাঁচটা নাগাদ টায়ারের দোকানে ঢুকে পড়ে লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায় বলেই দাবি দোকানের পক্ষ থেকে। দোকানের কর্মচারী জানান, খরিদ্দার সেজে তিন জন যুবক অ্যাপাচি গাড়ির টায়ার নিতে এসেছিল। 




হঠাৎ করে তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে ঘরে বন্ধ করে দেয়। সেই সময় দোকানে আসো এক খদ্দের কেও তারা বন্দী করে রাখে। দোকানের সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে চলে যায় তারা। ওই দুস্কৃতির দল ক্যাশ বক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।