নিজস্ব সংবাদদাতাঃ আজ ও কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। কাল বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। তবে দু’দিনই মেঘলা আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে।