নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নতুন একটি মামলা রুজু করল সিবিআই। গত ৮ অগাস্ট উলুবেড়িয়ায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে একটি রাজনৈতিক দলের পাঁচজন কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে উলুবেড়িয়া মহিলা থানায় দায়ের হয় অভিযোগ। ওই ঘটনায় নতুন করে মামলা রুজু করে তদন্তভার হাতে নিল সিবিআই। এই নিয়ে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে ৫১টি মামলা রুজু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।