New Update
/anm-bengali/media/post_banners/nLFmgghvzBa5NIB6wB2x.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টেবিলের দিকে তাকালে একের সঙ্গে খেলা ছিল নয় নম্বরে থাকা দলের। তবে গোটা ৯০ মিনিট ধরে মুম্বই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এক রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিল দর্শকদের। দেশোর্ন ব্রাউনের হ্যাটট্রিকের দৌলতে মুম্বই সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করল খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। এই ড্রয়ের ফলে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মুম্বই লিগ তালিকার শীর্ষে থাকল, অপরদিকে নয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে নর্থ ইস্ট নয় নম্বর স্থানেই বজায় থাকল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us