New Update
/anm-bengali/media/post_banners/JaGuil2sXzSEIxPQIsL2.jpg)
নিজস্ব সংবাদদাতা : কৃষি আইন নিয়ে প্রথম থেকেই কৃষক সমাজের আপত্তি ছিল। সেই আপত্তিকে তোয়াক্কা না করেই হয়েছিল বিল পাশ। এরপর আইন পাশ হতেই দিল্লি সীমান্তে বিক্ষোভ অবস্থানে বসেন কৃষকরা। একবছর ব্যাপী সেই আন্দোলনের পর শেষমেষ কেন্দ্রীয় সরকার আইন প্রত্যাহার করে। এরপরেও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বজায় রাখার কথা ভাবছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। ট্যুইটে তিনি জানিয়েছেন, "আমরা চাই না প্রধানমন্ত্রী ক্ষমা চান। আমরা বিদেশে তার সুনাম ক্ষুণ্ণ করতে চাই না। কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা কৃষকদের সম্মতি ছাড়া নেওয়া যাবে না। আমরা সততার সঙ্গে ক্ষেতে চাষ করি কিন্তু দিল্লি আমাদের নায্য টাকা দেয়নি। আমাদের দাবির প্রতি মনোযোগ দিতে বলব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us