নিজস্ব সংবাদদাতাঃ বলিউড হোক কিংবা টলিউড বা অন্য কোনও ফিল্ম ইন্ডাস্ট্রি, সলমল খানকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বলিউডের ভাইজান সলমন খান। ইন্ডাস্ট্রিতে শুরুটা ছিল সহকারী অভিনেতা হিসেবে। ১৯৮৮ সালে তিনি তাঁর ফিল্ম ডেবিউ করেন। ছবির নাম ছিল 'বিবি হো তো এসা'। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। বর্তমানে বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা তিনি। আজ ৫৬ বছরে পা দিলেন সলমন খান। শুভ জন্মদিন ভাইজান।