New Update
/anm-bengali/media/post_banners/57kkB4aV2cI9rpZB1seP.jpg)
নিজস্ব সংবাদদাতা : ১৫ বছর বয়সী থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাকরণের ঘোষণা আগেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার কোউইনে তাদের রেজিস্ট্রেশন করতে পারার খবর দিলেন কোউইন প্ল্যাটফর্মের প্রধান ডাঃ আরএস শর্মা। তিনি আরও জানিয়েছেন, "১ জানুয়ারি থেকে করা যাবে রেজিস্ট্রেশন। রেজিস্টেশনের জন্য একটি আই ডি কার্ড যুক্ত করেছি আমরা।স্টুডেন্টসদের পরিচয় পত্র হিসেবে ক্লাস টেনের স্টুডেন্ট আইডেনটিটি কার্ড চাওয়া হয়েছে। অনেকের কাছে আধার কার্ড বা অন্য পরিচয় পত্র নাও থাকতে পারে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us