কোভিড আতঙ্ককে সঙ্গে নিয়েই মাঠে নামলো অজিরা

author-image
Harmeet
New Update
কোভিড আতঙ্ককে সঙ্গে নিয়েই মাঠে নামলো অজিরা



নিজস্ব সংবাদদাতাঃ মেলবোর্নে বেড়েছে কোভিডের দাপট। অ্যাশেজের দ্বিতীয় টেস্ট খেলার আগেই শিবিরে এলো দুঃসংবাদ। ইংল্যান্ড শিবিরের ৪জন কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। ২জন সাপোর্ট স্টাফ ও বাকি ২জন তাদের পরিবারের সদস্য। সেই কোভিড আতঙ্ক মাথায় নিয়েই মাঠে অ্যাশেজ খেলতে নামলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কোভিড আক্রান্তরা এই মুহূর্তে আইসোলেশনে আছেন।