বাড়ছে উদ্বেগ, দেশের ১৯টি রাজ্যে হানা ওমিক্রনের

author-image
Harmeet
New Update
বাড়ছে উদ্বেগ, দেশের ১৯টি রাজ্যে হানা ওমিক্রনের

নিজস্ব সংবাদদাতাঃ বছর শেষেও বেড়ে চলেছে উদ্বেগ। এবার দেশের ১৯টি রাজ্যে হানা দিল করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। মধ্যপ্রদেশ, হিমাচলেও দিয়েছে হানা। এদিকে দিল্লিতে জারি করা হল রাত্রিকালীন নিয়ন্ত্রণ বিধি। রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি জারি থাকবে এই নিয়ন্ত্রণ বিধি। ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও হু হু করে বেড়ে চলেছে ওমিক্রন আতঙ্ক।