মহিলাদের জন্য নয়া ফতোয়া তালিবানের

author-image
Harmeet
New Update
মহিলাদের জন্য নয়া ফতোয়া তালিবানের

নিজস্ব সংবাদদাতাঃ আফগানভূমে তালিবান পা রাখার পর থেকেই ত্রস্ত সে দেশের মহিলারা। যদিও দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মহিলাদের আশ্বস্ত করে তালিবান জানিয়েছিল, তাঁদের শিক্ষা থেকে নিরাপত্তা- সব দিক নিশ্চিত করা হবে। কিন্তু তালিবান যে তালিবানেই আছে তা ফের প্রমাণ হয়ে গেল। রবিবার জারি হয়েছে নয়া ফতোয়া। বলা হয়েছে, পুরুষ সঙ্গী ছাড়া বেড়াতে যেতে পারবেন না আফগান মহিলারা। বাস ও অন্য গাড়ির চালকদের উদ্দেশ্যে বলা হয়েছে, একমাত্র ইসলামিক হিজাব পরা মহিলাদেরই তাঁরা গাড়িতে ওঠার অনুমতি দিতে পারবেন। রবিবার এই নির্দেশিকা জারি করেছে তালিবান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, “একজন আফগান মহিলা ৭২ কিলোমিটারের বেশি সফর করতে চাইলে, তাঁর সঙ্গে একজন নিকট আত্মীয় পুরুষকে থাকতেই হবে। নচেত সফর করার অনুমতি পাবেন না তাঁরা।”