শীঘ্রই প্রাথমিক স্কুল খোলার ইঙ্গিত!

author-image
Harmeet
New Update
শীঘ্রই প্রাথমিক স্কুল খোলার ইঙ্গিত!

নিজস্ব সংবাদদাতাঃ  গত ১৬ নভেম্বর থেকে খুলে গিয়েছে রাজ্যের স্কুল-কলেজ। তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির অফলাইন ক্লাসে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু প্রাথমিক স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল কবে খুলবে তার স্পষ্ট নির্দেশিকা এখনও আসেনি। অবশেষে মিলেছে ইঙ্গিত। সূত্রের খবর, বিভিন্ন জেলায় প্রাথমিক স্কুল খোলার কথা মাথায় রেখে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নতির জন্য টাকা বরাদ্দ করেছে স্কুল শিক্ষা দফতর। উল্লেখ্য, এর আগে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল খোলার আগেও এইভাবে স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করেছিল বিকাশ ভবন। তাই শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে প্রাথমিক স্কুল খোলার প্রথম পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।