নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ তিনদিন পর পিংলা থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ ও তার ৫ বছরের সন্তানকে উদ্ধার করলো পিংলা থানার পুলিশ। শনিবার রাতে মোবাইল টাওয়ার লোকেশন দেখে গড়বেতার ডাদরা এলাকা থেকে উদ্ধার করে পিংলার দনীচকের সুদেষ্ণা মাইতিকে। যদিও সূত্রের খবর ওই গৃহবধূ এক যুবকের সঙ্গে দুদিন আগে পালিয়ে গিয়েছিল। তবে পুলিশ তাকে উদ্ধার করার পর পুলিশকে ওই মহিলা জানিয়েছে সে আর শ্বশুর বাড়ি যাবে না। সে যাবে তার বাপের বাড়ী। মহিলার বাপের বাড়ি ডেবরা থানা এলাকায় কাঞ্জনগেড়িয়া এলাকায়। পুলিশ তার বাবার হাতে ওই গৃহবধূকে তুলে দেবে বলে খবর।