New Update
/anm-bengali/media/post_banners/AlQTf0Vl6K94jUp7eAmu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও রাজ্য সরকারকে নিশানা করলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার বাগডোগরা বিমানবন্দর থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যপাল। শনিবার এক সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর কথা ভাবা হচ্ছে। সেই পদে বসানো হতে পারে মমতাকে। আর এই নিয়েই রাজ্যকে এক হাত নিয়েছেন ধনকর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীকে আচার্য করবেন বলছেন। ওকেই রাজ্যপাল করে দিক শিক্ষামন্ত্রী। হাওড়া-বালি পুরসভা নিয়ে নথি পাইনি। কোনও নথি, কাগজ, চিঠি পেশ করা হয়নি।' এদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,'অসত্য কথা বলছেন রাজ্যপাল।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us