‘এখনই কোনও রদবদল নয়’, জানালেন রাজ্য বিজেপি প্রধান

author-image
Harmeet
New Update
‘এখনই কোনও রদবদল নয়’, জানালেন রাজ্য বিজেপি প্রধান

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতিই মুখ্যমন্ত্রীর আবেগঘন বার্তায় শুরু হয়েছিল রদবদলের জল্পনা। কয়েক মাসের মধ্যেই কি কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চলেছেন বাসবরাজ বোম্মাই? মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে মুখ না খুললেও কর্নাটকের বিজেপি প্রধান নলীন কুমার কাতিল জানালেন, এখনই কোনও রদবদল হচ্ছে না। আগামী বিধানসভা নির্বাচন অবধি বাসবরাজই মুখ্যমন্ত্রী থাকবেন। অর্থাৎ ২০২৩ সাল অবধি মুখ্যমন্ত্রী পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।