New Update
/anm-bengali/media/post_banners/CikaIjU8B6khbGtJl0uT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ব্যাট, বল-কে চিরতরে বিদায় জানিয়েছেন হরভজন সিং। তাঁর এই অবসরকে কেন্দ্র করে একটি ভিডিও বার্তা রাখেন বিরাট কোহলি। তিনি বলেন, "দেশের হয়ে খেলা সবসময়ই আলাদা সম্মানের। কিন্তু আমি মনে করি ভাজ্জি পা তুমি যা যা অর্জন করেছ তার জন্য তোমার নিজের জন্য গর্ব হওয়া উচিত।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us