New Update
/anm-bengali/media/post_banners/w81ORkVlwKlE6q21tBpR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে বিশ্রীভাবে হেরে গিয়েছিল ভারত। কিন্তু এই ম্যাচ খেলতে নামার আগে নাকি শাহিন আফ্রিদি খুবই ভয় পেয়েছিলেন। সেই কথা সামাজিক মাধ্যমে শেয়ার করলেন এবার শাহিদ আফ্রিদি। তিনি লেখেন, "সেদিন ম্যাচের আগে শাহিন আমাকে ভিডিও কল করেছিল। বলছিল যে ও একটু চাপে রয়েছে। আমরা প্রায় ১১-১২ মিনিট কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আল্লাহ তোমাকে পারফর্ম করার সুযোগ দিয়েছেন, সেটা কর। মাঠে নেমে সেরা উইকেটগুলো তুলে নাও, আর হিরো হয়ে যাও। ও ঠিক সেটাই করেছিল ম্যাচে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us