নিজস্ব সংবাদদাতাঃ ভারত সীমান্তে কংক্রিটের পাঁচিল তুলছে ভুটান। ঢালাই মেশিন বসিয়ে চলছে দেওয়াল তোলার কাজ। ইট-সিমেন্ট দিয়ে গাঁথা হচ্ছে কংক্রিটের পাঁচিল। এই ছবি আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের সীমান্ত এলাকায় ভুটানের দিকে এভাবেই বিস্তীর্ণ এলাকা জুড়ে পাঁচিল তৈরির কাজ চলছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, আলিপুরদুয়ার সীমান্তে ১২ ফুট উঁচু পাঁচিল তৈরি করছে ভুটান। সীমান্তের ওপারে বানানো হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হচ্ছে আলিপুরদুয়ারে ঢোকার একাধিক পথ। আলিপুরদুয়ারে সীমান্তে কংক্রিটের দেওয়াল তুলছে ভুটান। সিল করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রবেশ পথ। এমনই অভিযোগে সরব হয়েছেন সেখানকার স্থানীয়রা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল ও বিজেপি । আন্তর্জাতিক বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলাশাসক।