রাহুল পাসওয়ান, আসানসোলঃ শনিবার ২৫ শে ডিসেম্বর বড়দিনের উৎসবে মেতে উঠেছে আসানসোল শিল্পাঞ্চলবাসী।শনিবারের সকাল থেকেই আসানসোল শহরকে রঙ্গিন আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে।সাথে সেজে উঠেছে আসানসোলের গির্জা গুলিও। বড়দিন মানেই শীতের আমেজ গায়ে মেখে একটু ঘুরে বেড়ানো, গির্জায় যাওয়া, বিশেষ প্রার্থনা করা ও সাথে কেক খাওয়ার আনন্দ। বন্ধু বান্ধবীদের সাথে সেলফি তোলা , রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা।সব মিলিয়ে বড়দিনের আনন্দে মেতে ওঠেছেন আসানসোলবাসী।