New Update
/anm-bengali/media/post_banners/L8mQEMXORYuzR2CTI91z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। পিয়ালি নদীর ধারে ডোঙ্গাঝোড়ার পাশে দেখা মিলল বাঘের পায়ের ছাপ। তা দেখে পুরনো কেল্লার দিকে এগিয়ে যান বনকর্মীরা। ঠিক সেই সময় দক্ষিণরায়ের গর্জন শুনতে পাওয়া যায় বলেও দাবি স্থানীয়দের। নদীর আশপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করল বনদপ্তর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us