নিজস্ব সংবাদাদাতাঃ বড়দিন মানেই ছুটি৷ দলবেঁধে ঘুরতে যাওয়া৷ তারই মধ্যে শহরজুড়ে কার্নিভাল, চিড়িয়াখানায় লম্বা লাইন৷ যদিও সকাল সকাল শীতঘুম ভাঙেনি চিড়িয়াখানার বাসিন্দাদের। তাতে দর্শকদের উৎসাহে ভাঁটা পড়েনি। বড়দের পাশাপাশি, পশু-পাখিদের খাঁচার আশেপাশে উঁকিঝুঁকি মারছে কচিকাঁচারাও। লক্ষণীয় ভিড় ভিক্টোরিয়াতেই। উৎসবের আমেজ শহর জুড়ে।