New Update
/anm-bengali/media/post_banners/ZnozhtsvN8NPxFfCK7N3.jpg)
নিজস্ব সংবাদদাতা : গোয়ায় সংগঠন মজবুত করার লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল। আর এরই মধ্যে ধরল ভাঙন। তৃণমূলে যোগ দেওয়ার পর তিন মাসেই মোহ ভঙ্গ হয়েছে প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদারের। গতকালই লক্ষ্মীর ভাণ্ডারে গোয়াবাসীকে ৫০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি অসম্ভব বলে মন্তব্য করেছিলেন লাভু। সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। এবার লাভু সহ ৫ সদস্য চিঠি লিখে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন। চিঠিতে লেখা রয়েছে, "আমরা এমন কোনো দলের সঙ্গে এগোতে চাই না যারা বিভাজনের চেষ্টা করে।" ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us