New Update
/anm-bengali/media/post_banners/pxfpIU5CILwZgcAm4KS7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ “যেটা সবাই জানত, সেটা এখন তাঁর ছেলে বলে দিয়েছেন।” এবার মুকুল রায়ের বেফাঁস মন্তব্যে প্রতিক্রিয়া বিজেপির সর্ব ভরতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। মুকুল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এমনিতেই শারীরিক অবস্থা ঠিক ছিল না ওর। যেভাবে তাঁকে অপব্যবহার করা হয়েছে. অপমান করা হয়েছে, আমার মনে হচ্ছে শেষ জীবনে এটা ঠিক নয়। ও একজন সিনিয়র মানুষ। ওর শেখা উচিত। শেষজীবনে এটা ওর বোঝা উচিত। শেষ জীবনে এত কষ্ট পাওয়া, এত অপমানিত হওয়া… আমার মনে হয় যাঁরা এই ধরনের রাজনীতি করেন, তাঁদের বোঝা উচিত।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us