/anm-bengali/media/post_banners/0b2CRXZllG8QVYoV7s1y.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বছর শেষে দেশ তথা গোটা বিশ্বই মুখোমুখি হয়েছে এক নতুন চ্যালেঞ্জের। লড়াই চালাতে হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে। করোনার সংক্রমণ রুখতে ভ্যাকসিনের উপর আস্থা রাখা হলেও, ওমিক্রন ভ্যারিয়েন্ট একাধিকবার অভিযোজিত হয়ে তৈরি হওয়ায় করোনার টিকাকেও ফাঁকি দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১৮৩ জন ওমিক্রন আক্রান্তদের নিয়ে একটি পর্যালোচনায় দেখা গিয়েছে যে ১০ জনের মধ্যে ৯ জনই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত।
শুক্রবার এই পর্যালোচনার ফলাফল জানায় কেন্দ্র। মাস্ক পরা ও নজরদারির মাধ্যমে সংক্রমণের শৃঙ্খল ভাঙার কথা মনে করিয়ে দিয়ে একইসঙ্গে বলা হয়, “এই সংক্রমণ রুখতে কেবলমাত্র ভ্যাকসিনই পর্যাপ্ত নয়।” কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে, ওমিক্রনে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৩৫৮ জন । তবে এখনও পর্যন্ত দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ১১৪ জন এখনও অবধি ওমিক্রনকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মূলত ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এখনও অবধি ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। আসন্ন বিপদের আশঙ্কায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গোটা স্বাস্থ্য ক্ষেত্র ও পরিকাঠামোই যাতে করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত থাকে, সেই বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us