পরকীয়ায় কারা এগিয়ে? জানাল সমীক্ষা

author-image
Harmeet
New Update
পরকীয়ায় কারা এগিয়ে? জানাল সমীক্ষা


নিজস্ব সংবাদদাতাঃ সাধারণ ভাবে মনে হতেই পারে, পরকীয়ায় লিপ্ত পুরুষরাই বেশি হন। কিন্তু এক সমীক্ষা বলছে, পরকীয়ায় ঝোঁক বেশি মহিলাদের। মহিলাদের জন্যই তৈরি গ্লিডেন নামক একটি অ্যাপ এই সমীক্ষা চালিয়েছে। এই অ্যাপের কাজই বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়তে ইচ্ছুকদের পছন্দসই সঙ্গীর খোঁজ দেওয়া। বর্তমানে প্রায় ৩৮ লক্ষ মহিলা এই অ্যাপটি ব্যবহার করছেন। সমীক্ষা চালানো হয়েছিল ৩০ থেকে ৬০ বছর বয়সি শহুরে শিক্ষিত মহিলাদের মধ্যে, যাদের মধ্যে ৪৮ শতাংশই পরকীয়া সম্পর্কে জড়িত। এমনকী এও জানা গেছে, এঁরা প্রত্যেকেই মা।