নিজস্ব সংবাদদাতাঃ Sex কখনই একার ইচ্ছেয় নয়, বরং দুজনের সম্মতিতে হোক। পার্টনার খুশি কিনা তা যেমন প্রশ্ন করবেন তেমনই যাতে দুজনে সুস্থ, স্বাভাবিক যৌন জীবন যাপন করতে পারেন সেদিকেও খেয়াল রাখুন। নিজেদের মধ্যেকার সম্পর্কে যাতে শীতলতা না আসে সেদিকেও নজর রাখার দায়িত্ব আপনার।