UTI ইনফেকশনকে দূরে রাখতে চান?

author-image
Harmeet
New Update
UTI ইনফেকশনকে দূরে রাখতে চান?


নিজস্ব সংবাদদাতাঃ UTI বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে দূরে রাখতে ইন্টারকোর্সের পর অবশ্যই বাথরুমে যান। স্ত্রী-রোগ বিশেষজ্ঞদের মতে, মেয়েদের মূত্রনালী (ইউরেথ্রা) পুরুষদের চেয়ে অনেক ছোট। তাই UTI হওয়ার চান্সও বেশি থাকে। তবে নারী, পুরুষ নির্বিশেষে যৌন সম্পর্কের পর মূত্রত্যাগ (ইউরিনেট) করলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যাবে।