New Update
/anm-bengali/media/post_banners/0zdt3G5RzaK6pKe7T31j.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাহাড়ে জিটিএ নির্বাচনের আগেই তৃণমূলের শক্তি বাড়ল শুক্রবার। এদিন দলে যোগদান করেন বিনয় তামাং। দলে যোগ দেওয়ার পর তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলে যোগ দিয়েছি। আমাদের প্রধান বিরোধী দল এখন বিজেপি। এছাড়া বিজেপির সঙ্গে যে দলই জোট করুক তারাও আমাদের বিরোধী দল।' এদিন ব্রাত্য বসু বলেন, 'বিজেপি বিভাজনের রাজনীতি করতে অভ্যস্ত। বিজেপি পাহাড় ও সমতলে বিভাজন ঘটাতে চায়। বিজেপি সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের মধ্যে বিভাজন ঘটাতে চায়। নারী ও পুরুষের মধ্যেও বিভাজন ঘটাতে চায় বিজেপি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us