মহিলাদের স্বনির্ভরতার জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের

author-image
Harmeet
New Update
মহিলাদের স্বনির্ভরতার জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের।পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাঙ্কগুলি থেকে নগদ ক্রেডিট ঋণের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সহায়তা প্রসারিত করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ জেলা প্রশাসনের ৷ 'ডুয়ার্স নিধি' নামে জেলায় এক মেগা-ক্রেডিট ক্যাম্পের আয়োজন করা হচ্ছে প্রশাসনের পক্ষথেকে ।দুদিন ব্যাপি চলবে এই মেগা -ক্রেডিট ক্যাম্প।বৃহস্পতিবার আলিপুরদুয়ারের -২ নং ব্লকের পুটিমারিতে করাহয় এই মেগা-ক্রেডিট অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ অতিরিক্ত জেলা শাসক। সূত্রের পাওয়া খবর অনুযায়ী এই আর্থিক বছরে ইতিমধ্যেই দুটি 'ডুয়ার্স নিধি' মেগা-ক্রেডিট ক্যাম্প সফলভাবে আয়োজন করা হয়েছে।জানাগিয়েছে জেলায় মোট ৩২৪৩ টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই শিবিরগুলিতে মোট ঋণ বিতরণ করা হয়েছে ৯২ কোটি টাকার উপর ।আসন্ন 'ডুয়ার্স নিধি ' - তৃতীয়তে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের জন্য প্রায় ৮০ কোটি টাকার ঋণ অনুমোদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই ধরনের নগদ ক্রেডিট ঋণের মাধ্যমে এস.এইচ.জি মহিলারা তাদের নিজস্ব জীবিকা নির্বাহ করতে এবং সমাজে তাদের অবস্থান উন্নীত করতে সক্ষম হবে। মহিলারা বিভিন্ন পশু পালন থেকে শুরু করে মাসরুম চাষ করে স্বনির্ভর করতেই এই প্রচেষ্টা জেলা প্রশাসনের।