নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিন ধরে বামেদের দূর্গ হিসেবে পরিচিত ছিল কলকাতা পৌরসভার ৯৮ নম্বর ওয়ার্ড। প্রায় তিন দশক বাদে সেখানে প্রথমবার দখল নিল তৃণমূল। আর জয়ী প্রার্থীর নাম ঘোষণা হতেই সেই ওয়ার্ডে বামেদের অফিসে চলে তাণ্ডব। ডিওয়াইএফআই-এর কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে শাসক দলের কর্মী- সমর্থকদের বিরুদ্ধে। সেই ঘটনার দু দিন পরই কার্যালয় পুনরায় দখল করল বামেরা। আজ, বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ ওই কার্যালয়ের সামনে জড় হন। দলীয় ব্যানার লাগানো হয় দেওয়ালে। এ দিন মিছিলে নেতৃত্ব দিতে উপস্থিত ছিলেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় চক্রবর্তী।