নিজস্ব সংবাদদাতাঃ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও কেন্দ্রের সঙ্গে বৈঠকে কথা বলার সুযোগ দেওয়া হয় না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ নিয়ে আগেও একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে ভার্চুয়াল বৈঠকে কথা বলার জন্য ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে। তাই পরবর্তী বৈঠকে তিনি থাকবেন না বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবান্নে স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের পরিকল্পনা নিয়ে হওয়া বৈঠকেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।