চিনের জিয়ান প্রদেশে জারি হল কড়া লকডাউন

author-image
Harmeet
New Update
চিনের জিয়ান প্রদেশে জারি হল কড়া লকডাউন

নিজস্ব সংবাদদাতাঃ ফের কড়া লকডাউন। চিনের জিয়ান শহরের বাসিন্দাদের পুরোপুরি ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফের নতুন করে কোভিড সংক্রমণের জেরেই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১৩ মিলিয়ন বাসিন্দাদের জন্য এই কড়া বিধি আরোপ করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের জন্য পরিবারের একজন করে সদস্য বাড়ির বাইরে বেরতে পারবেন। তবে স্থানীয় সূত্রে খবর জিয়ান শহরে এখনও ওমিক্রন সংক্রমণের কোনও ঘটনা পাওয়া যায়নি। তবে আচমকা কোভিড-১৯এর সংক্রমণ ভাবাচ্ছে চিন সরকারকে। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বৃহস্পতিবার জিয়ান থেকে সমস্ত ঘরোয়া ফ্লাইট বাতিল করা হয়েছে। আসলে একজনও যাতে আক্রান্ত না থাকে সেটাই নিশ্চিত করতে চাইছে চিন।