নিজস্ব সংবাদদাতাঃ জেল থেকেই রেডিয়ো স্টেশন চালাবেন বন্দিরা। উত্তরপ্রদেশের কুরুক্ষেত্র জেলা কারাগারের একদল বন্দিকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণও। সূত্রের খবর, কারা কর্তৃপক্ষ ‘তিনকা টিঙ্কা ফাউন্ডেশন’-এর সহযোগিতায় তিনকা জেল রেডিয়ো প্রকল্প চালু করছে। রেডিয়ো স্টেশন চালাতে আগ্রহী বন্দিদের অডিশনও নেওয়া হবে বলে জানা যাচ্ছে।