রেডিয়ো স্টেশন চালাবেন কুরুক্ষেত্র জেলের বন্দিরা

author-image
Harmeet
New Update
রেডিয়ো স্টেশন চালাবেন কুরুক্ষেত্র জেলের বন্দিরা


নিজস্ব সংবাদদাতাঃ জেল থেকেই রেডিয়ো স্টেশন চালাবেন বন্দিরা। উত্তরপ্রদেশের কুরুক্ষেত্র জেলা কারাগারের একদল বন্দিকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণও। সূত্রের খবর, কারা কর্তৃপক্ষ ‘তিনকা টিঙ্কা ফাউন্ডেশন’-এর সহযোগিতায় তিনকা জেল রেডিয়ো প্রকল্প চালু করছে। রেডিয়ো স্টেশন চালাতে আগ্রহী বন্দিদের অডিশনও নেওয়া হবে বলে জানা যাচ্ছে।