New Update
/anm-bengali/media/post_banners/6xgRe0Ku2K91jf28y9PX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য প্রশাসনের সদর কার্যালয় নবান্নের সামনে ফের দুর্ঘটনা। সাতসকালে নবান্নের সামনের রাস্তায় উল্টে গেল ছাইবোঝাই ট্যাঙ্কার। যদিও পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন ট্যাঙ্কারের চালক। নবান্নের সামনে দ্বিতীয় হুগলি সেতুর উপর যানজট তৈরি হলেও ট্রাফিক পুলিশ দ্রুতই পরিস্থিতি সামাল দেয়। উল্টে যাওয়া ট্যাঙ্কারটিকে সোজা করে ফের গন্তব্য়ে পাঠানো হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ক্যারি রোড দিয়ে কলকাতার দিকে আসছিল ছাইবোঝাই একটি ট্যাঙ্কার। টোলপ্লাজা পেরিয়ে নবান্নের সামনে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার পরই তা উল্টে যায়। সেতুতে কর্তব্যরত পুলিশকর্মীদের তৎপরতাতেই বড় বিপদ ঘটেনি বলে মত প্রত্যক্ষদর্শীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us