নদিয়া কেন্দ্রীয় বিদ্যালয়ে ২৯ জন করোনা আক্রান্ত

author-image
Harmeet
New Update
নদিয়া কেন্দ্রীয় বিদ্যালয়ে ২৯ জন করোনা আক্রান্ত

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন আতঙ্কের মধ্যে নয়া উদ্বেগ নদিয়ায়। একই স্কুলের ২৯ জন ছাত্রছাত্রীর করোনা পজিটিভ! বাড়তে পারে আরও আক্রান্তের সংখ্যা! তীব্র আশঙ্কা ও উদ্বেগ ছড়িয়েছে নদিয়ার এক কেন্দ্রীয় বিদ্যালয়ে। সূত্রের খবর, দুই দিন আগে ওই বিদ্যালয়ে দুই ছাত্রের জ্বর ও সর্দি-কাশির লক্ষণ দেখা যায়। ক্লাসে এলে স্কুল কর্তৃপক্ষ তরফে তাদের কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে করোনা টেস্ট করার জন্য পাঠানো হয়। নমুনা সংগ্রহ করার পর ওই দুই জনের  করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই আতঙ্ক ছড়ায়। ওই দুই ছাত্র যেহেতু সহপাঠীদের সঙ্গে মেলামেশা করেছে, এক সঙ্গে চলাফেরা করেছে সেই কারণে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সবার করোনা পরীক্ষা করার পদক্ষেপ করা হয়। ২ দিন আগে জেলা স্বাস্থ্য দফতরের সাহায্যে স্কুলের মধ্যেই আরটি পিসিআর ক্যাম্প বসানো হয়। সেখানে মোট ৩২৪ জন পড়ুয়ার করোনা পরীক্ষা হয়। এই পরীক্ষায় দেখা যায় ২৭ জন ছাত্রছাত্রীর মধ্যে করোনাভাইরাস রয়েছে। সব মিলিয়ে ২৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ বলেন, এদিন যাদের করোনা সংক্রমণ পরীক্ষা করার জন্য নমুনা নিতে বাকি ছিল, তাদেরও প্রত্যেকের আমরা টেস্ট করিয়েছি। আগামী দিনে তাদের রিপোর্ট এলে বোঝা যাবে আরও করোনা সংক্রমণ রয়েছে কিনা।