বেহাল ডেবরার তিলাপাটনা পিকনিক স্পষ্ট

author-image
Harmeet
New Update
বেহাল ডেবরার তিলাপাটনা পিকনিক স্পষ্ট

দিগবিজয় মাহালি, ডেবরাঃ ডেবরা ব্লকের ২ নং ভরতপুর অঞ্চলের তিলাপাটনা পিকনিক স্পষ্ট বেহাল। দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকায় ডেবরা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন পিকনিক করতে আসে। কাঁসাই নদী দুভাগে ভাগ হয়ে গিয়ে মাঝে একটি দ্বীপ তৈরি হয়েছে। সেখানেই শীতের মরশুমে চলে পিকনিক। কিন্তু মানুষজন পিকনিক করতে এসে প্রকৃত সুবিধা পায়না। অঞ্চলের উদ্যোগে দুটি জলের ট্যাপ ছাড়া বাকী সমস্ত কিছু অযত্নে নষ্টের পথে। পিকনিক করতে আসা পর্যটকরা জানান বসার সেড,ফুলের বাগান, রান্নার সেড, শৌচালয়, বিদ্যুৎ এর ব্যাবস্থা থাকলে আরো ভালো হয়। যদিও ২ নং ভরতপুর অঞ্চলের প্রধান জুলফিকার আলি জানান যা ছোটো খাটো সমস্যা আছে সেগুলো আমরা ২৫ তারিখের আগেই করে দিচ্ছি। বাকী ব্যাপার গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো এবং জানাবো। যদিও প্রতি বছর সামান্য নজরদারির পর ফের নস্ট হয়ে যায় এই এলাকা। আদেও কি এই পর্যটক কেন্দ্রের কোনো ভবিষ্যত আছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।