সংক্রমণের তালিকায় শীর্ষে মহারাষ্ট্র!

author-image
Harmeet
New Update
সংক্রমণের তালিকায় শীর্ষে মহারাষ্ট্র!

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী,বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৮-এ। এর মধ্যে মহারাষ্ট্রে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশের ভিত্তিতে গতকাল অবধি সংক্রমণের শীর্ষে ছিল দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৭। কিন্তু  মহারাষ্ট্রে নতুন করে ১১ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলায় সে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫-তে। ফলে দেশের ভিত্তিতে সংক্রমণের শীর্ষে পৌঁছে গেল মহারাষ্ট্র। অন্যদিকে হরিয়ানা ও উত্তরাখণ্ডেও ছড়িয়ে গিয়েছে সংক্রমণ।