/anm-bengali/media/post_banners/TkWk7kHHr3wyJqnNZWNL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরে জোড়া জঙ্গি হামলা। সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। প্রাণ হারিয়েছেন একজন সাধারণ মানুষও। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধবার অনন্তনাগ জেলায় বিজবেহারা থানার পুলিশ আধিকারিক মহম্মদ আশরফের উপর হামলা চালায় জঙ্গিরা। তাঁর শরীরে একাধিক গুলি লাগে। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা। তড়িঘড়ি ওই পুলিশকর্মীকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। তাঁকে মৃত ঘোষণা করা হয়। এদিকে, শ্রীনগরেও হানা দিয়েছে জেহাদিরা। শহরের সফকদল থানা অন্তর্গত ইদগাহ এলাকার মেরজনপোরায় এক ব্যক্তির উপর এলোপাথাড়ি গুলিবৃষ্টি করে সন্ত্রাসবাদীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রউফ আহমেদ নামের ওই ব্যক্তির। হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us