New Update
/anm-bengali/media/post_banners/6fJgtZ8Z9Dw9pZF0lCd4.jpg)
দিগবিজয় মাহালি, ডেবরাঃ ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের সত্যপুর প্রাথমিক বিদ্যালয়ে ভারত জাকাত মাঝি পরগনা মহলের ডেবরা মুলুকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৬৩ জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা গোপাল মুর্মু,লক্ষীকান্ত টুডু সহ অনান্যরা। ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা রবীন টুডুর নির্দেশে এই রক্তদান শিবির হয়েছে বলে জানান গোপাল মূর্মু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us