নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি অনুরাগীদের চমকে দিয়েছে শেহনাজ গিলের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। 'বিগ বস ১৩' প্রতিযোগী নিজের সোশ্যাল মিডিয়ায় নেটফ্লিক্সের একটি জনপ্রিয় সিরিজ 'লুসিফার'-এর পোস্টার শেয়ার করেছেন। সেখানে প্রধান অভিনেতা টম এলিসের সঙ্গে দেখা যায় অভিনেত্রী শেহনাজ গিলকে। নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে পোস্টার শেয়ার করে তিনি অনুরাগীদের উত্তেজনা দ্বিগুণ করেছেন। পোস্টারটা আসলে এডিট করে তৈরি করা। সিরিজের মুখ্য চরিত্রে থাকা লরেন জার্মানের বদলে শেহনাজের ছবি বসানো। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আসল বিগ বস তো এখানে।' হ্যাশট্যাগে লেখেন 'নেটফ্লিক্স প্লেব্যাক ২০২১'। 'লুসিফার'-এর পোস্টারে শেহনাজকে দেখার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। কেউ কেউ ধরেই নেন যে ডিজিট্যাল প্ল্যাটফর্মে তাহলে এবার হয়তো নেটফ্লিক্সের হাত ধরেই ডেবিউ করতে চলেছেন শেহনাজ।