নিজস্ব সংবাদ্দাতাঃ ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনারের মধ্যে একজন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষে টেস্টে তিনি ছাপিয়ে গিয়েছেন হরভজন সিংকেও। টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এখন অশ্বিন। তবে শুধু ঘরের মাঠে নয়। অশ্বিন বিদেশের মাটিতেও ভারতকে সাফল্য এনে দিয়েছেন। সদ্য এক সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে খেলার জন্য তিনি বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন। তিনি বলেন, "আমি স্টিভ স্মিথকে নিয়ে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ নয়, ছয় মাস এক্কেবারে আচ্ছন্ন ছিলাম। শুধু ওর ফুটেজ, বিভিন্ন ম্যাচ দেখতাম"।