ওমিক্রন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
ওমিক্রন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ বছর শেষেও স্বস্তি নেই, ওমিক্রন নিয়ে ক্রমশ উদ্বেগ বেড়েই চলেছে। করোনার নতুন ভ্য়ারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২০০ পার করেছে। মঙ্গলবারই কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে ওমিক্রন নিয়ে। এবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল, ২৩ ডিসেম্বর তিনি একটি পর্যালোচনা বৈঠক করবেন বলে জানা গিয়েছে সরকারি সূত্রে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগীর খোঁজ মিলেছে দিল্লিতে। এদিন নতুন করে ৪ জন আক্রান্তের খোঁজ মেলায়, দিল্লিতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭। এরপরই রয়েছে মহারাষ্ট্র, সেখানে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫৪ জন।