নিজস্ব সংবাদদাতা : অন্ধ্র প্রদেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২। ৩৯ বছরের এক মহিলা সংক্রমিত হয়েছেন এই নিউ ভ্যারিয়েন্টে। আক্রান্ত মহিলা কেনিয়া থেকে চেন্নাইতে গিয়েছিলেন। তারপর তিরুপতিতে যান। ১২ ডিসম্বর তার কোভিড পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হলে সেই রিপোর্টও পজিটিভ এসেছে। তবে তার পরিবারের সদস্যদের রিপোর্ট নেগেটিভ।