নিজস্ব সংবাদদাতাঃ এ বার এড্সের ইঞ্জেকশন আসছে বাজারে। এড্সের সংক্রমণ রোখার জন্য আর রোজ ওষুধ খেয়ে যেতে হবে না। এক মাসের ব্যবধানে দু’টি ও পরে দু’মাসের ব্যবধানে দু’টি ইঞ্জেকশন নিলেই রোখা যাবে এড্স ভাইরাস বা এইচআইভি-র সংক্রমণ। এড্স রোখার এই নতুন ইঞ্জেকশনটি সোমবার অনুমোদন পেয়েছে আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’-এর পক্ষ থেকে। মানুষের উপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, এই ইঞ্জেকশন কার্যকর হয়েছে ৯৯ শতাংশ ক্ষেত্রে।