এখনই বাড়ছে না মেয়েদের বিয়ের বয়স

author-image
Harmeet
New Update
এখনই বাড়ছে না মেয়েদের বিয়ের বয়স

নিজস্ব সংবাদদাতাঃ মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার লক্ষ্যে আগেই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর বসানোর পর শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিলটি পাশ করিয়ে নেওয়ারও ইচ্ছা ছিল কেন্দ্রের।‘প্রহিবিশন অফ চাইল্ড ম‌্যারেজ (সংশোধনী) বিল, ২০২১’ সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় নারী ও শিশুকল‌্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি লোকসভায় বিলটি পেশ করেন। লিঙ্গ বৈষম‌্য দূর করার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে বলে যুক্তিও দেন তিনি। কিন্তু বিলটি পেশের সময়ই প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস-সহ অন‌্যান‌্য বিরোধীরাও সরব হয়। কোনও আলোচনা ছাড়াই সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে আপত্তি জানায়। বিলটির খুঁটিনাটির দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও বিরোধীরা দাবি করে। তাদের দাবি মেনে নিয়েই বিলটিকে সংসদীয় স্থায়ী কমিটির কাছে বিবেচনার জন‌্য পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। যা তাৎপর্যপূর্ণ।