নিজস্ব সংবাদদাতাঃ এত দিন তাঁর অভিযোগ ছিল, নরেন্দ্র মোদী সরকার সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এবারে সেই রাহুল গাঁধী সংবাদমাধ্যম তথা সাংবাদিকদেরই নিশানা করা শুরু করলেন। গত কাল ও আজ, পর পর দু’দিন সংবাদমাধ্যমের উপরে সম্পূর্ণ মেজাজ হারালেন কংগ্রেস নেতা। আজ রাহুল গাঁধীকে সংসদের বাইরে পঞ্জাবে দু’টি গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘সরকার কি দালালি মত কিজিয়ে!’’ অর্থাৎ, সরকারের হয়ে দালালি করবেন না। যদিও পঞ্জাবে গণপিটুনি নিয়ে তিনি মুখ খোলেননি।