'গ্রামাঞ্চলে আমরা বেশি শক্তিশালী', সুকান্ত মজুমদার

author-image
Harmeet
New Update
'গ্রামাঞ্চলে আমরা বেশি শক্তিশালী', সুকান্ত মজুমদার


নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরনিগম নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া রথ। আসন সংখ্যা দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেনি। সকালে ভোটের ট্রেন্ড আসার সময় থেকেই বিজেপির দফতর ফাঁকা। আজ বিকেলে বঙ্গ বিজেপির তরফ থেকে সাংবাদিক বৈঠক করে এই পরাজয়ের সাফাই দেওয়া হল। বলা হল, কলকাতার তুলনায় গ্রামাঞ্চলে পদ্মশিবির অনেক বেশি শক্তিশালী। মঙ্গলবার বিকেলে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “কলকাতা ও হাওড়ায় তৃণমূল বেশি শক্তিশালী। সেই কারণেই এখানে আলাদা করে আগে ভোট করানো হয়েছে। আপনারা জেলার দিকে গেলে দেখবেন, অনেক জায়গায় আমরা শক্তিশালী"।