নিজস্ব সংবাদদাতাঃ যৌনতার মূল কথাই হল আনন্দ। সেটা যে সব সময়ে সঙ্গীর স্পর্শেই আসে, তা কিন্তু নয়। তাই প্রয়োজন বোধ হলে হস্তমৈথুনের মাধ্যমে কামতাড়না প্রশমন করা যেতে পারে। পাশাপাশি মহিলারাও এটি ট্রাই করতে পারেন। এই পধুতিতে কোনও সঙ্গীর দরকার নেই। এতে যৌন উদ্দীপনাকে অনেকটা কন্ট্রোল করা সম্ভব।