New Update
/anm-bengali/media/post_banners/Otri8DPJlErQGSvxpq9T.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ভোটের ফলাফল নিয়ে বিজেপি চিন্তিত নয়। এমনটাই বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেন, 'কলকাতা পুরসভার ফলাফল নিয়ে আমরা অর্থাৎ বিজেপি চিন্তিত নই। কারণ ফল প্রকাশ হওয়ার আগেই ভোটের দিন তৃণমূলের আচরণ ও তান্ডব , সিসি ক্যামেরায় কাগজ আটকানো এসবই ফলাফল নিশ্চিত করে দিয়েছে।'
মঙ্গলবার একটি মামলায় মেদিনীপুর আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি জানান, 'বিজেপি আশাবাদী ছিল যে ১৪৪ টি আসনে এই ফল হতে চলেছে। তবে এটা শাসক দলের পক্ষে চিন্তার বিষয়। কারণ গণতন্ত্রে শাসকের যতটা সম্মান ঠিক ততটাই সম্মান বিরোধীদের পাওয়া উচিত । ভোটের ফলাফল নিয়ে বিজেপি চিন্তিত নয়। বিজেপি মানুষের সঙ্গে থেকে রাজনীতি যেভাবে করে সেভাবেই করে আসবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us