এবারও গড় অটুট কংগ্রেসের

author-image
Harmeet
New Update
এবারও গড় অটুট কংগ্রেসের


নিজস্ব সংবাদদাতাঃ এবারেও ধরা পড়ল একই ছবি। ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। আর এই জয়ের হাত ধরেই আরও একবার কংগ্রেস গড় অটুট রইল কলকাতা পুরসভার এই ওয়ার্ডে। ২০০৫ সাল থেকে এই ওয়ার্ডে জয়ী তিনি। বাম আমলের পাশাপাশি তৃণমূল শাসনকালেও টলানো গেল না সন্তোষকে। ১ হাজার ৯৫৬ ভোট জয়ী হয়েছেন তিনি।