আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জিতেছি: তারক সিং

author-image
Harmeet
New Update
আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জিতেছি: তারক সিং


নিজস্ব সংবাদদাতাঃ আমরা স্বাধীন ও সুষ্ঠুভাবে জিতেছি। এমনই দাবি করলেন তৃণমূল নেতা তারক সিং। তাঁর মতে জনগণ আমাদের ভোট দিয়েছে। বিদায়ী কেএমসি বোর্ড এবং বেহালা টিএমসি নেতা তারক সিং কাউন্সিলের পয়ঃনিষ্কাশন ও নিষ্কাশনের ক্ষেত্রে একটিও অভিযোগ ছিল না বলে উল্লেখ করেছেন সদস্য মেয়র। ১১৬, ১১৭, ১১৮ এবং ১১৯ এই চারটি ওয়ার্ডে ব্যাপক জয়ের বিষয়ে মন্তব্য করে সিং উল্লেখ করেছেন, 'সমস্ত প্রার্থীরা দলের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশকে সঠিক ভাবে অনুসরণ করেছিলেন এবং পার্টি সুপ্রিমোর নীতিগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন'৷ ঘটনাক্রমে, সিং 118 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তাঁর ছেলে অমিত সিং 117 নম্বর ওয়ার্ড থেকে দলীয় মনোনীত প্রার্থী এবং তাঁর মেয়ে কৃষ্ণা সিং 116 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন। সিং 119 নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানও করেছেন যেখানে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী এবং তাঁর ঘনিষ্ঠ আস্থাভাজন কাকলি বাগ সুন্দরভাবে জিতেছেন।